জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেছেন, জার্মানির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে লেখাপড়া করার সুযোগ আছে। জার্মানির ১৬টি রাজ্যের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেয়া হয়না ৷
বুধবার সিলেটের একটি অভিজাত হোটেলে এক সাক্ষাৎকারে জার্মান রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সুনির্দিষ্ট ডিগ্রি প্রোগ্রামে আবেদন করলে বিনা খরচায় পড়ার সুযোগ আছে ৷ সেক্ষেত্রে স্থানীয়রা যেসব শর্ত মেনে লেখাপড়া করে, বিদেশিদেরও সেগুলো মানতে হবে ৷
জার্মান ভাষা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্টদূত বলেন, ভাষা এখন কোন সমস্যা নয়। জার্মানির বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এখন ইংরেজিতে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে জার্মান ভাষা শিখতে পারলে সেখানে জীবনযাপন করা সহজ হবে।
সুত্র: দৈনিক সিলেট
Submit Your Comments