Download WordPress Themes, Happy Birthday Wishes
Home / Featured / ঢাকায় এসটিসি এডুকেশন এক্সপো ২০২০

ঢাকায় এসটিসি এডুকেশন এক্সপো ২০২০

Share This:

রাজধানীতে দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শেষ হয়েছে। মেলার শিরোনাম “এসটিসি এডুকেশন এক্সপো ২০২০’।

মেলায় আগত দর্শনার্থিদের সাথে কথা বলছেন এসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি এম এমদাদুল হক। ছবি: studentvisa4you.com

গতকাল (২৯শে ফেব্রুয়ারি) নয়াপল্টনস্থ হোটেল ভিক্টোরীতে এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। হাসি গ্রুপের অংগ প্রতিষ্ঠান এসটিসি ‘স্টুডেন্ট এন্ড টুরিজম কেয়ার’ এ মেলার আয়োজক।

মেলায় যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, চায়নাসহ অন্যান্য দেশের বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক অসংখ্য  শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারনায় মেলা ছিল মুখরিত। বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিদেশে উচ্চশিক্ষা, এডমিশন, স্কলারশিপ এবং ভিসা প্রসেস সম্পরকে বিস্তারিত তথ্য মেলায় আগত শিক্ষার্থীদের প্রদান করেন।

মেলার আয়োজক এসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি এম এমদাদুল হক জানান, এক্সপোতে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে এই এডুকেশন এক্সপোর আয়োজন করা হয়েছ। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী রা  মেলা শেষে প্রতিদিনই আমাদের  অফিসে এসে ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য জানতে পারবে ।

অফিসের ঠিকানা:
Sattara Center, 11th Floor, 30/A Naya Paltan (0.60 mi)
Dhaka, Bangladesh 1000
Phone: 01844-220003
Web: www.stcbd.net

মেলার কিছু ছবি:

মেলায় আগত দর্শনার্থিদের সাথে কথা বলছেন মেলায় আগত দর্শনার্থিদের সাথে কথা বলছেন বিদেশী বিশ্ববিদ্যালয়ের
প্রতিনিধি । ফটো : studentvisa4you.com

 

 মেলায় আগত দর্শনার্থিদের সাথে কথা বলছেন বিদেশী বিশ্ববিদ্যালয়ের
প্রতিনিধি । ফটো : studentvisa4you.com

 

মেলায় আগত দর্শনার্থিদের সাথে কথা বলছেন এসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি এম এমদাদুল হক। ছবি: studentvisa4you.com

 

মেলায় আগত দর্শনার্থিদের সাথে কথা বলছেন এসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি এম এমদাদুল হক। ছবি: studentvisa4you.com

 

মেলায় আগত বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে এসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি এম এমদাদুল হক  ছবি: studentvisa4you.com

 

মেলায় এসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি এম এমদাদুল হক ছবি: studentvisa4you.com

Share This:

Submit Your Comments

x

Check Also

"Study Xpress Logo"

অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপে ভর্তি ও ভিসা প্রসেসিং-এ ‘স্টাডি এক্সপ্রেস’ এর ব্যাপক সাফল্য

বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি এবং ভিসা প্রসেসিং-এর ক্ষেত্রে ...